১১ নভেম্বর ২০২৫

দ্রব্যমূল্য বেড়েছে, তাই কর্মীদেরও বেতন বাড়িয়েছে কেএসআরএম

বাংলাধারা প্রতিবেদন »

বাজারে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই, যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবন ওষ্ঠাগত তখনই তাদের কথা চিন্তা করে দ্বিতীয় দফায় আবারও বেতন বাড়িয়েছে কেএসআরএম।

এর আগে গত জানুয়ারিতেও প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল স্তরের কর্মীর বেতন বাড়িয়েছিল ইস্পাতশিল্পে নেতৃত্ব দেওয়া এই প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দ্বিতীয়বার বেতন বাড়ানোর ঘোষণা দেয় কেএসআরএম। যদিও এই ঘোষণা কার্যকর হবে ১ আগস্ট থেকেই।

জানা গেছে, মাসে ২৫ হাজারের নিচে বেতন পান, এমন প্রায় ৪ হাজার কর্মীদের বেতন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।  এ ঘোষণায় কর্মীদের আর্থিক টানাপোড়েনে কিছুটা হলেও স্বস্তি এবং আনন্দ বিরাজ করবে, এমন আশা করছে কর্তৃপক্ষ।

কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ প্রসঙ্গে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ বেশ বেকায়দায়। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় জনজীবনে প্রভাব পড়েছে। অনেকের পক্ষে পরিস্থিতি সামলে চলা মুশকিল হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘যদিও সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি সামলে নেওয়ার। পরিস্থিতি সামলে নিতে সরকার যেমন অনেক পদক্ষেপ নিয়েছে, আমাদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসবে হবে। নিতে হবে পদক্ষেপ। কেএসআরএম সেই দায়িত্ববোধ থেকে কর্মীদের পাশে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ