বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় শিরিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকেই স্বামী আলী আজগর (৪৫) নিখোঁজ রয়েছেন। পুলিশের ধারণা—বিষাক্ত কিছু খাইয়ে তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে ষাট কলোনির একটি ভাড়া ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিরিনা আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়ার থানা ধাওয়া ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, নিহত গৃহবধূ শিরিনা তিন সন্তানের জননী। এর মধ্যে তার বড় মেয়ে যার বয়স ৭-৮ বছর—সে মাঝরাতে ঘুম থেকে উঠে দেখতে পায় তার মাকে একটি পাটিতে শোয়ানোর চেষ্টা করছে তার বাবা। সে তখন তার বাবাকে জিজ্ঞেস করে, মায়ের কি হয়েছে। উত্তরে তার বাবা জানায়, তার মা ঘুমিয়ে গেছে। এজন্য তাকে পাটিতে শুইয়ে দিচ্ছে।
আজ সকাল বেলা ওই অবস্থায়তেই শিরিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। তার বড় মেয়ে জানিয়েছে, প্রায়ই তার মাকে মারধর করতেন তার বাবা।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, ‘ওই নারীর মুখে কালো একটু ফেনার মত ছিলো। আমরা ধারণা করছি, তাকে বিষাক্ত কিছু খাইয়ে তার স্বামীই হত্যা করেছে। যেহেতু সে লাশ উদ্ধারের পর থেকেই পালাতক।’
তিনি বলেন, ‘নিহত শিরিনের তিন মেয়ে তাদের খালার বাসায় থাকতে চেয়েছে। তাই তাদের খালার বাসায় পাঠানো হয়েছে। শিরিনের মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাংলাধারা/আরএইচআর













