১১ নভেম্বর ২০২৫

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন তরফদার রহুল আমিন

বাংলাধারা প্রতিবেদক »

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ‌‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত হলেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন। বিশ্বখ্যাত মহীয়সী নারী মাদার তেরেসার ১১২তম জন্মবার্ষিকীতে এই পদকে ভূষিত হন তিনি।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ভারতের জেমস স্কুল অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক পদক লাভ করেন তরফদার রুহুল আমিন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন।

মাদার তেরেসা পদকে ভূষিত হওয়ার এই ক্রীড়া সংগঠককে অভিনন্দন জানান চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিসিবি মিডিয়া কমিটির মেম্বার সেক্রেটারি আলহাজ্ব আলী আব্বাস বাংলাধারাকে বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানর এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।’ তিনি সাইফ পাওয়ার টেকের ব্যবস্থপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে অভিনন্দন জানান।

তরফদার মো. রুহুল আমিন যশোরের কোতোয়ালী থানার ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন। তিনি চিটাগাং চেম্বারের ডাইরেক্টর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ই-ইঞ্জিনিয়ারিং লি., সাইফ প্লাস্টিক অ্যান্ড পলিমার ইন্ডাস্ট্রিজ লি., সাইফ পোর্ট হোল্ডিংস লি., সাইফ ইলেক্ট্রিক্যাল ম্যানুফেকচারিং লি., ম্যাক্সন পাওয়ার লি., সাইফ গ্লোবাল স্পোর্টস লি. ও ব্লু-লাইন কমিউনিকেশন্স লি.’র চেয়ারম্যান এবং সাইফ পোল্ট্রি ফার্মস’র স্বত্ত্বাধিকারী।

এছাড়া তিনি চট্টগ্রাম আবাহনী লি. এর পরিচালক ও চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ফুটবল কমিটি ও সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ চেস্ট ফেডারেশন’র সহ-সভাপতি, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন’র মহাসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ