২৪ অক্টোবর ২০২৫

৩২ লাখ টাকার স্বর্ণের বার নিয়ে  সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান ধরা

সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং থেকে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ৪ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো. ইসমাইল। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মিরের হাট। তিনি সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান হিসেবে কাজ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো নিয়ে পার্কিংয়ে আসার পর মো. ইসমাইল নামের ওই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করে এনএসআই ও এবিপিএনের সদস্যরা। এ সময় ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন