বাংলাধারা প্রতিবেদক»
সাতকানিয়ায় হত্যার হুমকি, অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৬ মামলার পলাতক আসামি তৌহিদুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) নগরীর চান্দগাঁও থানার বহাদ্দারহাট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম সাতকানিয়া থানার কেওচিয়া এলাকার বুলবুল আহমেদের ছেলে।
এ বিষয়ে র্যাবের-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থানার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ৬ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সাতকানিয়া এলাকায় হত্যার হুমকি, অস্ত্র, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে বলে স্বীকার করে।
তিনি জানান, সাতকানিয়া এলাকায় হত্যার হুমকি, অস্ত্র, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্ম করে ঐ এলাকা থেকে আত্মগোপন করতো যাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে না পারে।
তিনি আরো জানান, সিডিএমএস পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ৬টি মামলা পাওয়া যায়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি













