২৩ অক্টোবর ২০২৫

মীরা সুলতানা’র তিনটি কবিতা

কষ্টের ছাড়পত্র

স্বপ্ন ভাঙ্গার কষ্ট একবার
বুকে ধারণ করে দেখো,
এক্সরে করো বুকের মানচিত্র
দেখে নিও বুকযন্ত্রে;
কতখানি আলোড়িত বুকের পাজর
খামছে খামছে রক্তাক্ত হৃৎপিণ্ড
ছিটকে পড়া রক্ত আল্পনায় অঙ্কিত দেয়াল
রক্তক্ষরণে সাইক্লোন তুলে নিউরন,
কর্টেক্স কষ্টবোধের ছাড়পত্র ছেপে দেয় মগজে।

দুঃখ কষ্টের প্রজননে আগমন নব কষ্ট প্রজন্মের;
যুগ যুগ ধরে দুর্ভাগা নিয়ম বয়ে চলে প্রকৃতি
ভেঙে যাওয়া স্বপ্নের টুকরো খুঁজে ফিরি আবার
একটা একটা করে জুড়ে নতুন ফ্রেমে বসিয়ে চেষ্টা করি
অমোঘ স্বপ্নের পূর্ণ অবয়ব দিতে,
স্বপ্ন ভাণ্ডারের কফিনে জমা পড়া স্বপ্নের শেষ বিন্দুটা খুঁজি
রাতের আঁধারে শূন্যতায় ছটফট করে রাতজাগা পাখি হয়ে
প্রাণ হাঁফিয়ে ওঠে মুক্তির তৃষ্ণায়
ফরিয়াদ জানাই কর্টেক্স সমীপে
স্বপ্ন ভাঙ্গা কষ্টের ছাড়পত্র লিখে দিতে মগজে।

আগের জন্মের ভুল

এসেছি দেখতে পারোনি
বলেছি বুঝতে পারোনি
ছিলাম তাও খুঁজে দেখোনি
হাত বাড়িয়ে হাতটা ধরোনি।

বিষাদ হয়ে বেজেছি করুণ সুরে
এক জনমে চাওনি তা জানতে
অবহেলায় অসময়ের সুর
বেহালায় চাওনি তাই তুলতে!

ডাক দিয়েছি, এই যে আমি ওগো
দেখেও কেমন চোখ ফিরিয়ে নিলে
সকরুণ তাকিয়ে থাকার দৃষ্টি
চোখ ঘুরিয়ে ঘোর কাটিয়ে ছিলে!

শ্রাবণে নেইতো কোন বাঁধা
সুরবিহীন বৃষ্টি হয়ে ঝরতে
হই যদি অচল বইয়ের গাদা
খুব বেশি কষ্ট হবে পড়তে?

ব্যথা আসে মনের গোপন বনে
অনুকম্পাও আসে ক্ষণে ক্ষণে
তুমি গো কোন কাননের ফুল
অবেলায় দেখা তোমার সনে।

তুলতে গিয়ে ছিড়লো যে ফুল কলি
তাকেই করলে সেই ফুলের মালি
নীরব দর্শক হয়ে নীরব থাকি
বুক চিতিয়ে মধু খায় অলি।

আমি তো নই কাননের ফুল
পারিনি দিতে ভালোবাসার দোল
গোলাপ চেয়ে পেলাম গোলাপকাঁটা
হয়তো ভাবো আগের জন্মের ভুল!

টুনটুনির বিলাসিতা

‘চোখের জলের রং কি
চোখের জল কি স্বচ্ছ নাকি অস্বচ্ছ?
হিসেব নিকেষটা আপাতত শিকেয় তোলা থাক
মনের ভেতরের তোলপাড়টা একহাতে সরিয়ে রেখে-
কর্মে মনোনিবেশ করি
হিসেব ছাড়া যেমন দিন চলে না
অতি বেশি হিসেবে জীবন কঠিন হয়ে যায়
প্রস্তুতিটা নিতে হবে জোরেসোরেই…
হারিয়ে যাবার প্রস্তুতি
নিজেকে গুটিয়ে নেবার প্রস্তুতি।

ভালো থাকুক আকাশ তার আপন চৌহদ্দির মাঝে
টুনটুনিটাও বেঁধেছে বাসা গাছের ডালেই!

পাখার জোরে ডানা ঝাপটানো টুনটুনি জানে
পাখার জোরে যায় না যাওয়া আকাশ পানে
নিয়তির এই যে খেলা মানায় তাকে
নিয়তিকে জয় করলো যে ভাগ্যের ছকে!

এখানেই বিলাসিতা মানায় না টুনটুনিকে…
বিলাসিতা মানায় যাদের
টুনটুনি নয় কেউই তাদের।

আরও পড়ুন