২৪ অক্টোবর ২০২৫

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায়-বরকল সড়কের কালাবিবির দীঘির পাশে একটি বাস (চট্টমেট্রো-জ ০৫-০০৮২) অর্ধশতাধিক যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে উল্টে যায়। বেপরোয়া গতিতে চলা বাসটি প্রথমে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে খুঁটি ভেঙে বাসটি বিলে পড়ে যায়। এতে যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও শিশু, নারীসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় আনোয়ারা বরকল সড়কের কালাবিবির দীঘির পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্র্ভিসের কর্মী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে। আহতদের মধ্যে হাছিনা বেগম (৫৫), মিলন আচার্য্য (৬২), প্রদীপ নাথ (৪৭), অঞ্জু দে (৬৫), নেলী দে (২৫), নিলাদ্রী’র (৩) নাম পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দুর্ঘটনায় কবলিত বাসটি বরকল থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। পথিমধ্যে মালঘর বাজার, জয়কালী বাজার, আনোয়ারা সদর থেকে অর্ধশতাধিক যাত্রী উঠে ওই বাসে। আনোয়ারা হাসপাতাল গেট পার হওয়ার পর চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাসটি। গাড়িতে থাকা যাত্রী ও হেলপার চালককে গাড়ি জোরে চালাতে নিষেধ করলেও চালক শোনেনি। কালাবিবির দীঘির মোড়ের একটু আগে পৌঁছার সাথে সাথে মুহূর্তেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে বিলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার শিকার নেলী দে (২৫) জানায়, শাশুরি অঞ্জু দে ও তিন বছর বয়সী ছেলে নিলাদ্রিকে নিয়ে মালঘর বাজার থেকে শহরের বাসায় যাওয়ার উদ্দেশে বাসটিতে উঠি। কালাবিবির দীঘির মোড় পৌঁছার আগে বেপরোয়া গতির কারণে বাসটি উল্টে যায়। আমার ছেলেসহ বাস থেকে ছিটকে বিলের পানিতে পড়ে যাই। জীবনে এমন দুর্ঘটনা আর দেখিনি। ভাগ্য সহায় ছিল বলে বেঁচে গেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাছান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন বলে জানা যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে উল্টে যায়। বাসের চালক-হেলপার পলাতক। বাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন