২৪ অক্টোবর ২০২৫

উচ্চ শিক্ষা গ্রহণে বিদেশ যেতে পারবে না আফগান মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক »

এবার আফগান মেয়েদের উচ্চশিক্ষার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। তবে, পুরুষ শিক্ষার্থীরা বিদেশ যেতে পারবেন। সরকারের উচ্চ পর্যায় থেকে শুক্রবার (২৬ আগস্ট) এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক তালেবান সরকারের সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকে নারী ও মেয়ে শিশুদের পড়াশোনা নিয়ে নানা নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। নতুন করে মেয়েদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে আফগান মেয়েদের একা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ক্ষমতাসীন তালেবান সরকার। তারও আগে মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের সহশিক্ষাভিত্তিক স্কুল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল।

ক্ষমতায় আসার পর নারী ও শিশুবিষক মন্ত্রণালয় বন্ধ করে দেয় তালেবানরা। চাকরিচ্যুত করা হয় সরকারি-বেসরকারি অসংখ্য নারী কর্মীকে। গত মে মাসে পুরো দেহ ও মুখ ঢাকা বোরকা পরে ঘরের বাইরে চলাফেরার নির্দেশ দেয় তালেবান সরকার।

আরও পড়ুন