২৮ অক্টোবর ২০২৫

পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের আত্মহত্যা

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

রাঙামাটি প্রতিনিধি »

পারিবারিক কলহের জেরে রাঙামাটির নানিয়ারচরে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক।

রোববার সকাল ১১টায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং টিলা এলাকার শাহ জামাল (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শাহ জামাল স্থানীয় মো. আবু হানিফের বড় ছেলে। মৃত্যুকালে শাহ জামাল ৩ মাসের একটি কন্যা সন্তান রেখে যায়।

নিহতের চাচা মতিয়ার জানায়, প্রতিদিনের ন্যায় আমি আমার দোকানে যাই। আমার ছেলে ফোন করে আমাকে জানায় শাহ জামাল বিষপান করেছে। খবর পেয়েই আমরা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে কেবিনে ভর্তি করলে কিছুক্ষণ পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবৎ টানাপোড়েনের সংসারে পরিবারের সাথে শাহ জামালের দ্বন্দ্ব লেগে ছিল।

এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, উপজেলার বুড়িঘাটে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন