২৯ অক্টোবর ২০২৫

দুই মাদক ব্যবসায়ীর কাছে ছিল ৬০ লাখের ইয়াবা, ধরল র‍্যাব

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

রবিবার (২৮ আগস্ট) উপজেলার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— হাটহাজারীর দ্বীপ কলোনীর মো. ইসমাইল এর স্ত্রী মোসা. নার্গিস বেগম (৪০) এবং ইসমাইলের ছেলে মো. তারেক (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া‌) মো. নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রি করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা ।

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন