লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর উদ্যোগে USET ( UNO`s Special Evaluation Test) মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ টাকা, বই, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, থানার ওসি আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার প্রমুখ।
জানা যায়, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে চলতি মাসের ২০ তারিখ মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এরমধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।













