২৯ অক্টোবর ২০২৫

মা-ছেলে ইয়াবা কারবার, র‌্যাবের জালে ধরা

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নার্গিস বেগম (৪০), মো. তারেক (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটক দুইজন উপজেলার সন্দ্বীপ কলোনীর মো. ইসমাইলের স্ত্রী এবং তার পুত্র।

রোববার (২৮ আগস্ট) বিকেলে সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প’র আভিযানিক দল উপজেলা দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরের ভিতর অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-৭ সূত্র জানায়, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানাধীন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

আটকদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন