২৪ অক্টোবর ২০২৫

বাঁশখালীতে ৭ ক্লিনিক-ল্যাব সিলগালা

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিবন্ধনবিহীন ক্লিনিক ও ল্যাবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে নিবন্ধনহীন ৩টি হাসপাতাল ও ৪টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পৌর সদর জলদীর ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব, মা মনি ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়গনস্টিক সেন্টার, মাতৃসদন হাসপাতাল, চাম্বল ন্যাশনাল হাসপাতাল (প্রা.) লি. ও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে এর আগেও এসব অনিবন্ধিত ক্লিনিক ল্যাবে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনেকে ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে পালিয়ে যায়। আবার অনেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য সময় নিলেও সেই সময়ে তা সংগ্রহ করতে না পারায় এবার অভিযানে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলার ৩টি হাসপাতাল ও ৪টি ডায়াগনষ্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়েছে। যতদিন পর্যন্ত ওরা সঠিক কাগজপত্র সোপর্দ করতে পারবেনা ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। আমাদের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

আরও পড়ুন