বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের ইপিজেডের ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্লিনিকের ৩ কর্মচারীসহ আটক করা হয়েছে পাঁচজনকে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকা থেকে ওই শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
এর আগে রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ইপিজেড থানার হাসপাতাল গেইট এলাকার মমতা মাতৃসদন নামে ক্লিনিক থেকে নবজাতককে চুরি করে এক অজ্ঞাত নারী।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলাধারাকে বলেন, ‘ক্লিনিকের এক স্টাফের দেয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তাদের ট্রেস করা হয়। এরপর আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।’
ওসি বলেন, ‘এ ঘটনায় মোট ৫ জনকে আমরা আটক করেছি। যাদের মধ্যে ৩ জন ওই হাসপাতালের স্টাফ। যে মহিলা বাচ্চা চুরি করেছিল তিনি পেশায় পোশাকশ্রমিক। দীর্ঘদিন ধরে বাচ্চা না হওয়ায় তিনি এ কাজ করেছেন।’
বাচ্চা উদ্ধার করা হলেও এ ঘটনায় তদন্ত চলমান থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর













