২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে কবিরাজকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান রোয়াংছড়িতে মংসাই মারমা (৪৮) নামের এক কবিরাজকে (বৈদ্য) গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খতং প্রু পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি মং সাই মারমা তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খতং প্রু পাড়া মৃত চিংহলা মং-এর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাছা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উনুমং মারমা। তিনি জানান, নিহত ব্যক্তি জুম চাষের পাশাপাশি কবিরাজের কাজ করতেন। তবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মংসাই পাশের গ্রাম বরই তলী পাড়া হতে নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে তাকে দুর্বৃত্তরা গুলি করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলির শব্দ শুনেই কাছে গিয়ে দেখলে, গুলিবিদ্ধ অবস্থায় লাশটি মাটিতে পড়ে আছে। তবে কে বা কারা গুলি করে হত্যা করেছে সেই ব্যাপারে কোন কিছু বলতে পারেনি স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন