বাংলাধারা প্রতিবেদক»
গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এসময় বক্তারা বলেন, ‘বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের মাধ্যমে কুখ্যাত অপরাধী খুনি তারেক জিয়া ২১ আগস্ট দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিলো। সে এখনও বিদেশে বসে রাষ্ট্রবিরোধী নানান ষড়যন্ত্র করছে।’
তারা বলেন, ‘তারেক জিয়াও তার পিতার মত অত্যন্ত বিপদজনক অপরাধী। তাই আপামর ছাত্র জনতার দাবি, দুর্নীতির বরপূত্র খ্যাত পলাতক আসামি তারেক জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করা হোক।
কর্মসূচিতে নগরীর বিভিন্ন থানা কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ সভাপতি আফম সাইফুদ্দিন, নাঈম রনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলি রনি, খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলির সদস্য আবু তারেক রনি, আশরাফ উদ্দিন টিটু, শাহরিয়ার হাসান, এম এ হালিম সিকদার মিতু, ওসমান গনি বাপ্পি, শেখ শরফুদ্দিন সৌরভ, সহ সম্পাদক এম হাসান আলি।
এতে আরও উপস্থিত ছিলেন— শরফুল আনম জুয়েল, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন,কামরুল ইসলাম রাসেল, শুভ ঘোষ, হাবিব কার্যনিবাহী সদস্য ইমাম উদ্দিন নয়ন, মোহাম্মদ সালাহউদ্দিন, আরাফাত রুবেল, মোশরাফুল হক পাভেল, আরমান হোসেন সুজন প্রমুখ।













