৯ নভেম্বর ২০২৫

বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম গহীন অরণ্যে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদ ও ১০টি অস্ত্রসহ মূলহোতা জাকির হোসেন আটক করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চল দুর্গম পাহাড়ি এলাকায় দুধর্ষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

তিনি বলেন, বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান নিয়ে চান্দগাঁও ক্যাম্পে আজ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন র‌্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।

আরও পড়ুন