বাংলাধারা প্রতিবেদক »
নগরীর বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নানা অপরাধে ১৬ ব্যক্তিকে ৪ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০আগস্ট) নগরীর সাগরিকা রোড, পোর্ট কানেক্টিং রোড, সিডিএ মার্কেট এলাকা ও শাহ আমানত সেতু এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে শাহ আমানত সেতু এলাকায় বালির ট্রাক ও পেলোডার দিয়ে ফুটপাত ভাঙ্গার কারণে এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় দুইটি বালির সেলস সেন্টারকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং সাগরিকা রোড, পোর্ট কানেক্টিং রোড ও সিডিএ মার্কেট এলাকায় ফুটপাত, নালা ও রাস্তা দখল করে লোহার পাইপসহ বিভিন্ন মালামাল রেখে পথচারী ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টির দায়ে ১৪ ব্যক্তির বিরুদ্ধে ২ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ফুটপাত ও রাস্তার দখল অংশ চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এছাড়া অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
বাংলাধারা/এসআরটি













