৯ নভেম্বর ২০২৫

কারখানার সন্ধান : বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ মূল কারিগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭। এসময় ১০টি অস্ত্রসহ বিপুল পরিমাণ তৈরির সরঞ্জামসহ মূল কারিগর জাকেরুল্লাহকে (৫০) আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলার নতুনপাড়া এলাকায় জনৈক আব্দুর রহমানের টিনের দোচালা ঘর থেকে তাকে আটক করা হয়। সেই সাথে দেশীয় তৈরী ৮টি ওয়ান শুটারগান, ২ টি টু-টু পিস্তুল এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক জাকেরুল্লাহ বাঁশখালীর জঙ্গল চাম্বল থানার মৌলভী নুরুল হুদার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম, ১০টি প্রস্তুত অস্ত্রসহ মূল কারিগরকে আটক করছে র‌্যাব।

আটক জাকিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত। ১টি অস্ত্র তৈরির জন্য ১০-৩০ হাজার টাকা পর্যন্ত মূল্য ধরে থাকে এবং ছোট ওয়ানশুটার গান জাতীয় অস্ত্র প্রস্তুত করতে ৫-৬ দিন সময় নেন। স্থানীয় ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত জাকির ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো।

তিনি বলেন, আসামী জাকির আরও জানায়, তারা মূলত ২ জন কারিগর মিলে অস্ত্র তৈরি করতো। অস্ত্রের প্রকারভেদে তাদের ন্যুনতম ৫-১৫ দিন সময় লাগতো একটি অস্ত্র প্রস্তুত করতে। অস্ত্র তৈরির কাঁচামাল তারা স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে সংগ্রহ করে ভাড়া করা বাড়িটিতে নিয়ে এসে কাজ করতো। প্রধান কাঁচামাল হিসেবে বিভিন্ন সাইজের পাইপ ও লোহার টুকরো ব্যবহার করতো। পরবর্তীতে তাদের দক্ষতার মাধ্যমে অস্ত্রের সকল যন্ত্রাংশ এই কারখানাতেই প্রস্তুত করতো ।

অস্ত্র তৈরির গ্রাইন্ডার মেশিন, ঝালাই মেশিন, ড্রিল মেশিন, হাতুরি, রড কাটার, বাটালসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাদিই র‌্যাব-৭ কারখানাটি থেকে উদ্ধার করে। যন্ত্রসমূহ পরিচালনার জন্য দূরের আরেকটি বাড়ি থেকে তারা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ নিয়ে আসতো বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার অস্ত্র ও আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন