আন্তর্জাতিক ডেস্ক »
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বুধবার মাহাথিরের কোভিড শনাক্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন পর্যবেক্ষণে রাখার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই হৃদ্রোগে ভুগছেন। তার দুইবার বাইপাস সার্জারিও হয়েছিল। এ বছর একই হাসপাতালে কয়েকবার তিনি ভর্তি হয়েছেন।
মাহাথিরের কোভিডের উপসর্গ বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি।
মাহাথির অন্তত তিন ডোজ কোভিড টিকা নিয়েছেন। ২০২১ সালের নভেম্বরে তিনি সর্বশেষ ডোজ টিকা নিয়েছেন বলে জানা যায় তার এবং মালয়েশিয়ার সরকারি কর্মকর্তাদের বক্তব্য থেকে।
গত জানুয়ারিতে একবার মাহাথিরকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
তবে ওই মাসেরই শেষের দিকে আরেক দফায় তাকে চিকিৎসার জন্য ফের হাসপাতালে যেতে হয়েছিল। ফেব্রুয়ারির শুরুর দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
মাহাথির ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি আবার দেশের প্রধানমন্ত্রী হন। তবে এ দফায় দলীয় কোন্দলের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।













