শাহ্জালাল ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে স্কুল প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পাহাড়তলী শাখা ব্যবস্থাপক ও ভিপি আনোয়ারুল আজিম। তিনি স্কুল প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এসময় আনোয়ারুল আজিম বলেন, পরিবেশ রক্ষায় শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতি বছরই এ ধরণের উদ্যোগ নিয়ে থাকে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম হোসেন। তিনি স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন শাখা উপ ব্যবস্থাপক আব্দুল আউয়াল, এইও আসিফ কাদেরী এবং স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি













