বাংলাধারা প্রতিবেদক »
মানুষের চিন্তাধারাকে পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হল বই। বই হল সংস্কৃতি, সভ্যতা ও যোগাযোগের অন্যতম বাহন। বই এক শতাব্দী থেকে পরবর্তী শতাব্দীগুলোতে জ্ঞানকে বহন করে নিয়ে যায়। মানুষের সঙ্গে মানুষের, প্রবীণের সঙ্গে নবীনের, সমাজের সঙ্গে সমাজের, অতীতের সঙ্গে বর্তমানের, বর্তমানের সঙ্গে ভবিষ্যতের যোগসূত্র রচনা করতে পারে বই।
বই পড়া বা পাঠাভ্যাসের এই প্রচলন ছড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অনন্য উদ্যোগ নিয়ে প্রতিটি থানায় লাইব্রেরি স্থাপন করেছেন।
সিএমপিসূত্র জানায়, থানায় আগত সেবাপ্রার্থীরা তাদের অপেক্ষমাণ সময়ে হাতে তুলে দেখেন এসব বই। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ইতিহাস কিংবা দর্শন, দেশি বিদেশি বিভিন্ন লেখকের বইয়ের সম্ভারে সাজানো এসব লাইব্রেরি। বসে পড়ার জন্য এসব লাইব্রেরিতে রয়েছে সীমিত পরিসরে চেয়ার টেবিলের ব্যবস্থা। থানায় বিভিন্ন প্রয়োজনে আসা ব্যক্তিরায় নন, এসব বই পড়ার সুযোগ রয়েছে এলাকাবাসীরও। গ্রন্থাগারে বসে বই পড়ার পাশাপাশি কেউ চাইলে বাড়িতে নিয়েও এসব বই পড়তে পারবেন।
আরও জানা যায়, সময়ের সাথে এসব লাইব্রেরিতে বৃদ্ধি পাচ্ছে বইয়ের পরিমাণ। কয়েক মাস পর পরই কেনা হয় নতুন নতুন বই। অন্যান্য বইয়ের সাথে রাখা হচ্ছে আইন সংশ্লিষ্ট বইও। সূত্র আরো জানায়, থানার লাইব্রেরির এসব বই থানায় কর্মরত পুলিশ সদস্যদের মন মানসিকতায় ভিন্ন ধরনের চিন্তা ভাবনার খোড়াক জোগাবে।পুলিশিং এর কঠোর বলয় থেকে সাময়িক সময়ের জন্য পাঠককে এনে দিবে মুক্তি।
বাংলাধারা/এসআরটি













