৭ নভেম্বর ২০২৫

কাউন্সিলর রুমকি সেন ও জ্যোতির্ময় ধরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুমকি সেন গুপ্তা ও প্রকৌশলী জ্যোতির্ময় ধরের যৌথ উদ্যোগে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় নগরীর বলুয়ার দীঘি পাড় এলাকার এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিন্যামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা নেন তিন শতাধিক মানুষ। এতে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক ডা. অপূর্ব ধর, ডা. এস কে পাল সুজন, ডা. শান্তা দাশ ও ডা. এনায়েত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেন গুপ্তা, প্রকৌশলী জ্যোতির্ময় ধর, নবজাগ্রত মঙ্গলদীপ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী মিশু তালুকদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী চয়ন দাশ, উপদেষ্টা শ্রী রূপণ চক্রবর্তী, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের রক্ত বিভাগীয় প্রধান রাকিবুল ইসলামসহ যুব সদস্যরা ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ