কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হিরেন্দ্র শীল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকায় মৃত বিমল চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বৃদ্ধ হিরেন্দ্র শীল বানিয়ারছড়া স্টেশনে রাস্তার পার হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী দ্রুতগতির সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহি বাস বৃদ্ধ হিরেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বৃদ্ধ হিরেন্দ্র শীল।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোর্শেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল নামের এক পথচারী নিহত হয়। ঘাতক সৌদিয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।













