২৪ অক্টোবর ২০২৫

ভাটিয়ারী রেললাইনের পাশে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেল স্টেশনে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভাটিয়ারী রেল স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ভোরে ভাটিয়ারী রেলস্টেশনে সংলগ্ন রেললাইনে এক অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, ভাটিয়ারী রেলস্টেশন সংলগ্ন রেললাইন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন