বান্দরবান প্রতিনিধি »
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে বান্দরবানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান অরুন সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২০২০-২১ অর্থবছরে তিন পার্বত্য জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২ হাজার ২২৩ জন পড়ুয়া শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার প্রধান করা হয়।
যার মধ্যে বান্দরবান জেলায় কলেজ পর্যায়ের ৩৩০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪০৩ জনসহ মোট ৭৩৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ৬৩ লাখ ৪০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও রাঙামাটিতে কলেজ পর্যায়ের ৩ শত ৯০ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩৬৩ জন সহ সর্বমোট ৭৫৩ জন ও খাগড়াছড়ি জেলায় কলেজ পর্যায়ের ৩২৭ ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ৪১০ জনসহ সর্বমোট ৭৩৭ জনের শিক্ষার্থী মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো শেখ ছাদের, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম চৌধুরী, পৌর মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উপ-সচিব জসিম উদ্দিন, বান্দরবান মহিলা কলেজ অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ নুরুল আবসার, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সিরাজুল ইসলামসহ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













