বাংলাধারা ডেস্ক »
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বন্দরটিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) নগরীর ইস্টার্ন রিফাইনারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
এদিন বেলা ১১টায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বন্দরটিলা শাখা ব্যবস্থাপক ও এসভিপি নওশাদ আব্বাস।
এসময় তিনি স্কুল প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টি একে অন্যের উপর নির্ভরশীল। যেমন আমাদের বেচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। গাছ সেই অক্সিজেন আমাদেরকে দেয়। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতি বছরই এ ধরণের উদ্যোগ নিয়ে থাকে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মহিউদ্দিন। তিনি স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন শাখা উপ ব্যবস্থাপক ও এভিপি এম এম রফিক চৌধুরী, বিনিয়োগ বিভাগের প্রধান ও এফএভিপি মিজানুল করিম এবং স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
কর্মসূচিতে স্কুল প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করা হয়।













