২৭ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ভারতীয় শাড়িসহ ৩ যুবক ধরা

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়িতে ৯৭৫ পিস ভারতীয় বিভিন্ন ব্রান্ডের চোরাই শাড়ি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলা সদেরর স্বনির্ভর এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়।

এসময় দুইটি মাহিন্দ্রাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো— বড়ুন চাকমা, বিকাশ চাকমা ও মো. সাইফুল ইসলাম। তারা পানছড়ি উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। খাগড়াছড়ি-পানছড়ি সড়কের স্বনির্ভর বাজার পুলিশ চেক পোস্টের সামনে সন্দেহজনক দুটি মাহিন্দ্রা তল্লাশিকালে ভারতীয় শাড়িসহ তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত শাড়ির আনুমানিক প্রায় ২০ লাখ টাকা। গ্রেফতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ