২৬ অক্টোবর ২০২৫

পিকআপ ভর্তি বিস্কুট চুরি করতে গিয়ে ড্রাইভার-হেলপারকে ছুরিকাঘাত, ধরা ৪

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের কর্ণফুলীতে বিস্কুটভর্তি পিকআপ গাড়ির ত্রিপল কেটে বিস্কুট চুরিতে বাধা দেয়ায় গাড়ির চালক ও সহযোগীকে ছুরিঘাত করার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহমিরপুর বড় উঠান সংলগ্ন গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—মো. নুর নবী (৪০), মো. মফিজ (২০), মো. আরিফুল ইসলাম (২৩), মো.জাভেদ প্রকাশ আকাশ নাথ (২৩)।

পুলিশ জানায়, গতকাল রাতে মামুন নামে এক যুবক থানায় এসে জানায় তার ভাই হেলপার মো. নোমান ও ড্রাইভার নুরুল আলম গোল্ডমার্ক বিস্কুট ভর্তি একটি পিকআপ নিয়ে চাতুরী চৌমহনী ডেলিভারি দিতে যাচ্ছিলেন। এসময় কয়েকজন গাড়ির ত্রিপল কেটে বিস্কুট চুরির চেষ্টা করে। বাধা দিলে মামুনের ভাই ও সাথে থাকা গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাত করে বিস্কুট ছিনতাই করে পালিয়ে যায় তারা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘গোল্ডমার্ক বিস্কুট কোম্পানির পিকআপ ভর্তি বিস্কুট ডেলিভারির সময় গ্রেফতাররা গাড়ির ড্রাইভার ও হেলপারকে ছুরিকাঘাত করে বিস্কুট নিয়ে পালিয়ে যায়। এরপর অভিযোগ পেয়ে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘এ ঘটনায় ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি, ২টি ছোরা, চুরি করা ৪ কাটুন গোল্ডমার্কের বিভিন্ন আইটেমের বিস্কুট উদ্ধার করা হয়েছে।’

অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন