২৯ অক্টোবর ২০২৫

বায়েজিদে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে বাধা, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডের দুই পাশে ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইনের ওপর ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদের সময় অবৈধ বসবাসকারীদের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, সিডিএ, সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতরের। এ সময় অবৈধ বসবাসকারীরা বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমেনা বেগম (৩০), মো. আলী রাজ হাসান সাগর (২৪), আনসার (২৪), আমেনা বেগম (৫০), মো. বাবুল (৩৫), মো. পারভেজ (২৩)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আনসার ব্যাটেলিয়ানের সদস্য মো. বাবুল মণ্ডল আহত হয়েছেন। বাকিদের নাম পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম বলেন, ছয়জন আহত চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনজনের চোখে আঘাত রয়েছে, একজনের পায়ে এবং একজনের পিঠে আঘাত রয়েছে। এ ছাড়া একজনের হাত ভেঙে গেছে। সবাই আশঙ্কামুক্ত।

আরও পড়ুন