২৭ অক্টোবর ২০২৫

পটিয়ায় স্বর্ণ ব্যাবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় স্বর্ণ ব্যাবসায়ী বিমান ধরের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় শাহগদী মার্কেট এলাকায় এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত এবং পরিকল্পনাকারীদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান মানববন্ধনে বক্তারা।

বক্তারা বলেন, আজ মানুষের মানবতা দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে দুর্বৃত্তরা প্রকাশ্যে মানুষ হত্যার মতো অপরাধ করার সাহস দেখাচ্ছে। এমন নৃশংস হত্যাকান্ডের দ্রæততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা চরম সংকটের মধ্যে পড়বে। অবিলম্বে দায়ীদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এসময় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট পটিয়া উপজেলা মনিটরিং কমিটির সদস্য পুলক চৌধুরী, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ নেতা বিশ্বজিত দাশ, বাগীশিক পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক দেবাশীষ ধর বাপন, ব্যবসায়ী নেতা বাবু অলক ধর, প্রদীপ ধর, অ্যাডভোকেট সন্জয় দে, ইউপি সদস্য আবু বক্কর, টিসু সুত্রধর, সুজন ধর, কাঞ্চন ধর, বাসু ধর, বিশ্বনাথ ধর, রতন ধর, সমীর ধর, রাজু ধর, সুকুমার ধর, মিশু ধর, প্রয়াত বিমান ধরের শিশু সন্তান অর্চিতা ধর, অয়ন ধর,তন্ময় ধর তরিৎসহ সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।

মানববন্ধন ও সমাবেশ শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এক বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।

এর আগে, গত মঙ্গলবার রাত ১১ টায় দিকে চট্টগ্রাম শহরের রাহাত্তার পুল এলাকা থেকে বিমান ধর পটিয়ার তার নিজ বাড়ি ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাড়িতে মোটরসাইকেল যোগে আসার পথে বাড়ির অদুরে পূর্বপরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেন। এ ঘটনার নিহতের ছোট ভাই রিমান ধর বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছেন। বিমান ধরের হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিমের পাশাপাশি পিবিআই, র‌্যাব, ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম কাজ করছেন বলে জানিয়েছেন পটিয়া থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ