চন্দনাইশ প্রতিনিধি »
জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ উপলক্ষে চন্দনাইশে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কাসেম মাহাবুবু উচ্চ বিদ্যালয় মিলনায়াতনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ীয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, অধ্যাপক কে এম আতিকুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক যথাক্রমে বিজয়ানন্দ বড়ুয়া, মাদ্রাসা সুপার যথাক্রমে মাও. মাহমুদুল হক, মাও. আবুল বশর প্রমুখ।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গাছবাড়ীয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বড়ুয়া, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে সাতবাড়ীয়া শাহ আমানত মাদ্রাসা, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাছনদন্ডী এম. রহমান সিনিয়র মাদ্রাসা প্রধান মাও. আবু বশর।












