২৪ অক্টোবর ২০২৫

পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ভেঙে গেল কালুরঘাট সেতুর রেলিং

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের কর্ণফুলীর ওপর নির্মিত প্রাচীন সেতু ‘কালুরঘাট সেতু’তে ফের দুর্ঘটনায় পড়েছে একটি পণ্যবোঝাই ট্রাক। এতে সেতুর রেলিং ভেঙে পড়ে।

রবিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে বোয়ালখালী থানা পুলিশের সহায়তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সেতুর ওপর ট্রাকটির দুর্ঘটনায় পড়লে পুলিশ গিয়ে সেটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ট্রাকের ধাক্কায় সেতুর রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সরকারের সুনজর না থাকায় এ সেতুর উন্নয়ন থমকে আছে। যদি সেতুতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে এর দায় কে নিবে? আমরা চাই দ্রুত দ্বিতীয় কালুরঘাট সেতু নির্মাণ হোক।

আরও পড়ুন