নিজস্ব প্রতিবেদক »
চলতি মাসের দ্বিতীয়ার্ধে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃংখলা বজায় রাখতে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা শুরু আগে ও শেষের পরবর্তী এক ঘন্টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানায় সিএমপি।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সিএমপির নির্দেশনায় বলে হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা চট্টগ্রাম মহানগর এলাকার ৫০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে ও পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথর ইত্যাদি বহন, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে।
তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীরা এ নিষেধাজ্ঞার বাহিরে থাকবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। চট্টগ্রাম মহানগর এলাকায় এবারের এসএসসি পরীক্ষা ৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হল- কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, রেলওয়ে পাবলিক হাই স্কুল, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল এন্ড কলেজ , বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ , মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশন, ওয়াজেদীয়া উচ্চ বিদ্যালয়, অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাই স্কুল , অর্পনাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় (বালক ও বালিকা শাখা), আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় , হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় , নৌ – বাহিনী উচ্চ বিদ্যালয় ও কলেজ, সেইলার্স কলোনী, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চান্দগাঁও এনএমসি উচ্চ বিদ্যালয়, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ , দিলওয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, এএল খান উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, পিএইচ আমিন একাডেমি, নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ আকবরশাহ, হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় , বাগমনিরাম সিরাজা খাতুন সিটি কপোঃ বালিকা উচ্চ বিদ্যালয়।
৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি সমমানের ভোকেশনাল পরীক্ষা। কেন্দ্রগুলো হল- বাংলাদেশ – কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট।
এছাড়া মহানগর এলাকার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে দাখিল পরীক্ষা। এগুলো হল- ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা, দারুল উলুম কামিল মাদ্রাসা, নেছারিয়া কালিম মাদ্রাসা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ওয়াজেদীয়া আলিয়া মাদ্রাসা, আহসানুল উলুম গাউছিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
বাংলাধারা/পিপি













