নিজস্ব প্রতিবেদক »
বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ও বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর ও মোহরার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)-
সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুর এর আওতাধীন রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের রামপুর এইচ-১০নং ফিডার এর আওতায় এ-ব্লক (পূর্ব-পার্শ্ব), বি-ব্লক, ফুল চৌধুরী পাড়া, গলিচিপা পাড়া, পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাস পাড়া (বিহারী কবরস্থান) নয়াবাজার (তায়েফ)।
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরা এর আওতাধীন ১১ কেভি মোহরা-০২ এবং মোহরা ১১নং ফিডার এর আওতায় সাবস্টেশন হতে বঙ্গবন্ধু এভিনিউ রোড।
বুধবার (১৪ সেপ্টেম্বর)-
সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরা এর আওতাধীন ১১ কেভি অনন্যা-১০নং ফিডার এর আওতায় কুয়াইশ কলেজ রোড।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
বাংলাধারা/এসআরটি













