১১ নভেম্বর ২০২৫

আক্তারুজ্জামান ফ্লাইওভারের লাইটের তার চুরি, ধরা ২ যুবক

বাংলাধারা প্রতিবেদক »

নগরের আক্তারুজ্জামান ফ্লাইওভারে এলইডি বাতির তার চুরির ঘটনায় ২ চোরকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি করে আর-ই ফ্রেম ব্লেড, হাতল বিশিষ্ট কাটার প্লাস, আর-ই ব্লেডসহ ও তামার তার ভর্তি ১টি ড্রাম উদ্ধার করা হয়। 

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন—মেহেদী হাসান হৃদয় প্রকাশ আল-আমিন (২২) ও মো. তাজুল ইসলাম প্রকাশ নিপু (৩০)।

এর আগে গত ২৪ আগস্ট রাতে খুলশী থানার আক্তারুজ্জামান ফ্লাইওভারে লালখান বাজার থেকে দামপাড়া বাস কাউন্টার পর্যন্ত প্রায় ৮ শত মিটার এলইডি বাতির তার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের হয়।

সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘ফ্লাইওভারের তার চুরির ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের হলে সোমবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘এসময় তাদের কাছ থেকে ১টি করে আর-ই ফ্রেম ব্লেড, হাতল বিশিষ্ট কাটার প্লাস, আর-ই ব্লেডসহ ও তামার তার ভর্তি ১টি ড্রাম উদ্ধার করা হয়।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ