বাংলাধারা প্রতিবেদক »
হাটহাজারীতে ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে ছিনতাই চক্রের প্রধান শামসুসহ দু’জনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগীর বসত বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো— হাটহাজারী থানার আলীপুর এলাকার মৃত মো. ইফনুসের ছেলে মো. শামসু (২৪) এবং একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. মাসুদ (২৫)।
র্যাব জানায়, ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা তার বসত বাড়িতে বালি ভরাট করলে এলাকার চিহ্নিত চাঁদাবাজ শামসু ও তার সহযোগিরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ভুক্তভোগীকে চাঁদা না দিলে বসত বাড়িতে বালি ভরাট করতে দিবে না বলে হুমকি প্রধান করে। পরবর্তীতে ভুক্তভোগী বাধ্য হয়ে শামসুকে ১০ হাজার টাকা প্রধান করেন ।
র্যাব আরও জানায়, গত ১৩ সেপ্টেম্বর ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা তার বসত বাড়িতে বালি ভরাট করার জন্য ২ ট্রাক বালি নিয়ে বাড়ির সামনে পৌঁছালে চাঁদাবাজ শামসু ও তার সহযোগিরা বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা র্যাব-৭ বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র্যাব-৭ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ছিনতাই করে করে আসছে। আটক আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এসআরটি













