২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ১৯ দিন ব্যাপী সীরাতুন নবী মাহফিল শুরু ৮ অক্টোবর, বাজেট ৩ কোটি

বাংলাধারা প্রতিবেদক »

আগামী ৮ অক্টোবর চট্টগ্রামে ১৯ দিন ব্যাপী হযরত মাওলানা শাহ হাফেজ আহমদ (রহ.) প্রকাশ শাহ সাহেব হুজুর চুনতীর প্রবর্তিত ঐতিহাসিক সীরতুন নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।
যার প্রস্তুতি সভাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ মাহফিলের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ কোটি টাকা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রীমা কনভেনশন হলে এ মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওইদিন তহবিল সংগ্রহ উপলক্ষে আমন্ত্রণপত্র, পোস্টার, স্টিকার ও রশিদ বই বিতরণ করা হয়।

মাহফিলের মোতোওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আলেমে দ্বীন সাতকানিয়া লোহাগাড়া আসন এর মাননীয় সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সমাবেশে যাহেদুর রহমান ও আরিফুর রাব্বানীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন তামজিদুর রহমান ও মবরুর হোসাইন ছিদ্দিকী।

মাহফিলের গোড়াপত্তন ও শাহ সাহেব হুজুরের দূরদৃষ্টি এবং ওলিয়ে কারামত উল্লেখ করে উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতি আনজুমান ই ইখওয়ান তরিকতের খলিফা মূযায এবং চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী।

এসময় হযরত শাহ সাহেব হুজুরের অলৌকিক ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিন।

মাহফিলের কার্যক্রম বেগবান ও তহবিল সংগ্রহ নিয়ে মতামত ব্যক্ত করেন আলহাজ্ব ডাঃ মাহমুদুর রহমান, চুনতি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মিনহাজুল আবরার, লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, আনজুমান এ তোলাবায়ে সাবেকীন চুনতি আলীয়া মাদ্রাসা সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা ও সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, মাহফিল এর নির্বাহী কমিটির সদস্য ও মোবিলাইজেশন ফান্ড কোষাধ্যক্ষ আলহাজ্ব কাজী আরিফুল ইসলাম, তৈয়বুল হক বেদার, মাহফিল এর মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী পরিচালিত উপকমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, চট্টগ্রাম সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড এনামুল হক, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোসাইন, মোতোয়াল্লী সদস্য আলহাজ্ব এডিএম আব্দুল বাসেত দুলাল।

এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন সীরতুন নবী (সঃ) মাহফিলের মোতোওয়াল্লী কমিটির সদস্য আলহাজ্ব ইদ্রিস মিনহাজ, মাহবুবুল হক, আবদুল ওয়াহেদ খালেদ, অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, ব্যাংকিং বিশেষজ্ঞ আলহাজ্ব ওয়াহিদুর রহমান বাচ্চু, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের, টেরিবাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, কায়সার আলী চৌধুরী, রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির জসিম উদ্দিন কবির, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক, চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ডঃ মোজাফফর নদভী, আমীন নদভী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ঐতিহাসিক সীরতুন্নবী (সঃ) মাহফিলের আনুষ্ঠানিক ভিত্তি ও পরিচালনায় শাহ সাহেব হুজুরের অন্যতম প্রধান সহায়ক হিসেবে নাজেমে আলা আল্লামা ফজলুল্লাহ রহ. এর ভূমিকার পাশাপাশি ৫১ বছর ধরে নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতায় মাহফিলের পরিচালনায় যারা অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও আল্লাহর রহমত কামনা করেন।

এ মাহফিলের আন্তর্জাতিক প্রচার ও প্রসার বক্তা নির্বাচনে বিষয়ভিত্তিক সুপরিকল্পিত অনুষ্ঠান সূচি মোতাবেক মাহফিলে শরীক হয়ে ধর্মীয় ইলম অর্জন ও রসুল (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও অনুশীলনের আহ্বান জানান।

তিনি আগামী ১৯ নভেম্বর চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সম্প্রসারিত মসজিদ উদ্বোধন উপলক্ষে ওলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত থাকার জন্যও সকলকে আমন্ত্রণ জানান।

সভায় উপস্থিত সকলকে মাহফিলের সার্বিক সহযোগিতা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখা প্রধান উপ-পুলিশ কমিশনার মনজুর মোর্শেদকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মোতোওয়াল্লী কমিটির সদস্য ও নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল মানিক।

এসময় মাওলানা আবু দাউদ মোহাম্মদ শাহ শরীফের সুললিত কন্ঠে মীলাদ ও কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন খলিফা মূযায আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী।

আলহাজ্ব ওয়াহিদুল হক, মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ, আলহাজ্ব আবু হেনা টুটুল আলহাজ্ব মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, গণমাধ্যমকর্মী সাইফুর রহমান, আবদুল ওয়াহেদ সোহেল, শাহাদাত হোসেন ছিদ্দিকী, জাবেদ আব্বাস সিদ্দিকী, সাইদুল হাসান মাশুক, ইঞ্জিনিয়ার সমির উদ্দিনের সমন্বয়ে চুনতি ও সন্নিহিত এলাকার বয়সভিত্তিক ক্লাব সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় তবারুক পরিবেশনের মাধ্যমে সভা সম্পন্ন হয়।

আরও পড়ুন