২৯ অক্টোবর ২০২৫

৮’শ ইয়াবা নিয়ে ঘুরছিল রোহিঙ্গা কিশোর, ধরল বাকলিয়ার পুলিশ

বাংলাধারা প্রতিবেদক »

নগরের বাকলিয়া এলাকা থেকে ৮’শ পিস ইয়াবাসহ মো. সোফায়েত (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোফায়েত টেকনাফের কুতুপালং লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পের মৃত নুর মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্তরের ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে ওই রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

বাংলাধারা/সাথী

আরও পড়ুন