২৯ অক্টোবর ২০২৫

চরপাথরঘাটা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭সেপ্টেম্বর) বিকালে আজিম হাকিম স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ সভাপতিত্বে এবং কামাল আহমেদ রাজার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম মেম্বার, সেলিম উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার হাফেজ আহমেদ, প্রচার সম্পাদক মো. আবুল কালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মনির আহমেদ মার্শাল, সদস্য সদস্য এম এ মারুফ, জকির আহমেদ মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান সাহেদ, সাধারণ সম্পাদিকা বানেজা বেগম নিশি, আব্দুল মজিদ, হাসমত আলী, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, আব্দুল নূর তুষার, হারুনুর রশিদ পাটোয়ারী, আবু তাহের মেম্বার, আনোয়ার মেম্বার, দেলোয়ার হোসেন জনি, ইলিয়াস হাবিব, সালাউদ্দিন সাদ্দাম, যুবলীগ,স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন