আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় এক গার্মেন্টস শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের খায়ের আহমদের পুত্র মো. পারভেজ (২১) ও বটতলী ইউনিয়নের আব্দুন নূরের পুত্র ইকবাল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার দু’দিন পর গত শুক্রবার ধর্ষকদের কাছ থেকে মুক্তি পেয়ে ঘটনাটি পরিবারকে জানালে শনিবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর গত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গতকাল নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর তিন অভিযুক্তকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিম কেইপিজেডে চাকরি করেন। গুন্দীপ গ্রামের রুবেল নামে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ সেপ্টেম্বর রুবেল মেয়েটিকে মোবাইলে বটতলী তালুকদার ক্লাবে যেতে বলে। মেয়েটি সেখানে গেলে তাকে কৌশলে সিএনজি ট্যাক্সি করে রায়পুরের গোদারপুল এলাকায় নিয়ে যায়। সেখানে দু’দিন ধরে আটকে রেখে ৫ জন মিলে ধর্ষণ করে । পরে সেখান থেকে ছাড়া পেয়ে ঘটনার কথা তার পরিবারকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে দু’জনকে আটক করলেও প্রেমিক রুবেলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর আত্মগোপনে চলে যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান জানান, জুঁইদন্ডী এলাকার একটা মেয়ের সাথে স্থানীয় এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ছেলেটি ওই মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ৫ জন মিলে ধর্ষণ করে। গত শনিবার মেয়েটির মা থানায় অভিযোগ দিলে পুলিশ রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।













