১১ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে ৩৩০ কেজি মাছের পোনা অবমুক্ত

বাংলাধারা প্রতিবেদক

‘মাছ চাষে গড়বো দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সেচ প্রকল্পে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রথমে উপজেলার মহামায়া সেচ প্রকল্পে এবং পরে কিচমত জাফারাবাদ আশ্রয় প্রকল্পে, আনসার ভিডিপি জলাশয়ে ও মিরসরাই হাইওয়ে পুলিশের জলাশয়ে প্রায় ৩৩০ কেজি বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় মৎস কর্মকর্তা ফারহান লাভলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার প্রমুখ।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ