২৪ অক্টোবর ২০২৫

খৈয়াছড়ায় ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার ৩ পর্যটক, একজন আটক

মিরসরাই প্রতিনিধিা »

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে ছিনতাইকারীর খপ্পরে পড়েছেন আট মাদ্রাসাছাত্র। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এই ঘটনা ঘটেছে। ছিনতাকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন নামে স্থানীয় একজন চুরিকাঘাতে আহত হন। তার হাতে পাঁচটি সেলাই দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ফেনীর সিলোনিয়া মাদ্রাসার আট শিক্ষার্থী খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যান। ঝর্ণার সাতটি ধাপের মধ্যে পঞ্চম ধাপ অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদেরকে আর উপরে যাবে কিনা জিজ্ঞাসা করে। পরে ছুরি বের করে তাদের মধ্যে ইয়াছিন (১৭), রিয়ানুল ইসলাম (১৮) ও মো. রমজান আলীর (১৭) মোবাইল ছিনিয়ে নেয়। বিষয়টি তারা সবাই নিচে গিয়ে স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘুরতে আসা মাদ্রাসাছাত্র জিয়ারুল ইসলাম মাহফুজ বলেন, আমরা ৮জন সহপাঠী ফেনী থেকে সোমবার দুপুরে খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে যাই। ঝর্ণার পাঁচটি ধাপ অতিক্রম করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় তিন যুবক এসে চুরি বের করে ভয় দেখিয়ে আমাদের তিনজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গহীন পাহাড় হওয়ায় আমরা ভয়ে নিচে চলে আসি। এরপর টিকেট কাউন্টারে ছিনতাইয়ের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গিয়ে আনোয়ার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া আমাদের তিনটিসহ ছিনতাকারী থেকে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. শাহিন শাহ বলেন, খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ে জড়িত আনোয়ার হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছিনতাই হওয়া মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন