বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা ছাত্রলীগ কর্মীরা হলেন—সাফায়েত হোসেন রাজু (গণিত চতুর্থ বর্ষ), হামিম রাফসান (এইচএসসি দ্বিতীয় বর্ষ), জাহেদুল অভি (ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষ), ওয়াহিদুল রহমান সুজন (স্নাতক তৃতীয় বর্ষ) ও আলিফ জাবেদ (ইতিহাস প্রথম বর্ষ)। হামলায় রাজ নামে এক সাধারণ শিক্ষার্থীও আহত হয়েছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিনা কারণে আমাদের নেতা-কর্মোদের বিরুদ্ধে সেক্রেটারির নেতৃত্বে বহিরাগতরা হামলা চালিয়েছে। হামলায় সাধারণ শিক্ষার্থীরাও বাদ যায়নি।













