নিজস্ব প্রতিবেদক »
নগরের ইপিজেড এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নেভি হাসপাতাল গেইট এলাকার হযরত আলী শাহ মসজিদের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) চাংকু নাগ।
তিনি বলেন, ‘একটা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।’
গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।













