বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর দামপাড়াস্থ মরহুমের কবরস্থানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ কবর জেয়ারত করেছেন ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার বেলা সাড়ে ১১টায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৫ রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সবুর লিটন, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু, যুগ্ম আহ্বায়ক এস এম এরশাদ উল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগে সদস্য মাইনুদ্দিন শাহ খোকন, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আনিস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম, ২ নম্বর ইউনিটের সভাপতি মোহাম্মদ জাফর, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ৩ নং ইউনিটের সভাপতি মোহাম্মদ আবছার, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবলু প্রমুখ।













