৯ নভেম্বর ২০২৫

শেভরণে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্টে হচ্ছিলো টেস্ট, হাতেনাতে ধরল ভোক্তা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক »

নগরের শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে হচ্ছিলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাতেনাতে প্রমাণ পেয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে। এ সময় আরও একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘শেভরণ কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহারের কথা অস্বীকার করলেও ল্যাবে পরীক্ষারত অবস্থায় দেখা যায় তারা টেস্ট করছে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে।’

‘তাই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শ্রেষ্ঠা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার। এসময় সিএমপির এক‌টি চৌকস টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন