মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহেরাব হোসেন মাহিন (১৪)। সে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের সৌরভ হোসেন শিমুলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার একটি গ্যারেজে অটোরিকশা চার্জ থেকে খোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।













