১১ নভেম্বর ২০২৫

‘সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড’ পেলেন ফারুকী

বিনোদন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে সিনেমায় বিশেষ অবদানের জন্য ‘সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী।

সম্মাননা পাওয়ার খবরটি ফেসবুকে জানিয়েছেন ফারুকী নিজেই। ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারুকী লেখেন, ‘শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাকে এবছরের সাউথ এশিয়ান ফিল্ম পুরস্কার দেয়ার জন্য। জেনে ভালো লাগছে যে অতীতে এই পুরস্কার আমার পছন্দের মানুষরা অর্জন করেছিলেন। সম্মানিত বোধ করছি। মনে হয় আমার যাত্রা কেবল শুরু হয়েছে এবং আরও অনেক দূর যেতে হবে।’

গত ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে স্বাধীন ধারার নির্বাচিত ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। এর আগে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, শর্মিলা ঠাকুর, রাজ কুমার রাও প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ