৯ নভেম্বর ২০২৫

ছুটির আগে তিন সংবর্ধনা পাবেন সাফ জয়ীরা

বাংলাধারা ডেস্ক »

আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) ছুটিতে যাচ্ছেন সাফ জয়ী মেয়েরা। এই ছুটিতে যাওয়ার আগে তিনটি সংবর্ধনা গ্রহণ করবেন তারা।

জানা গেছে. আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক জোট এক সংবর্ধনার আয়োজন করেছে। আজকের সংবর্ধনা শেষ করে মঙ্গলবার দুটি সংবর্ধনা নেবেন সাবিনারা।

আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় রূপায়ন সেন্টারে রূপায়ন গ্রুপ তাদের কার্যালয়ে সাফ জয়ীদের সংবর্ধিত করবে। সেই সংবর্ধনার পরপরই সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্স রয়েছে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাবিনারা ১ কোটি টাকা অর্থ পুরস্কারও পাবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাফুফের দুই শীর্ষ কর্মকর্তা আব্দুস সালাম মুর্শেদী ও আতাউর রহমান মানিক ৫০ লাখ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই অর্থ হস্তান্তর অনুষ্ঠান সাবিনারা ছুটি থেকে ফিরে হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ